Paschim Medinipur News: অনলাইন পরিষেবার সেন্টারে তালা, কেন?
West Bengal: অনলাইন পরিষেবার অফিসের সাটার বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায়।
অনলাইন পরিষেবার অফিসের সাটার বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে দাসপুরের শ্মশান কালী মন্দির সংলগ্ন রাস্তায় রয়েছে একটি ই-কার্ডের অফিস, সেই অফিসে আসা সমস্ত যানবাহন রাখা থাকে রাস্তাতে। ফলে ওই রাস্তার দিকে যাতায়াত করতে চরম সমস্যা হয় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। একাধিক বার গ্রামবাসীরা ই-কার্ড অফিসে বিষয়টি জানালে কোনও কর্ণপাত করেনি ই-কার্ড অফিস কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ ই-কার্ড অফিসের যানবাহন রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও যানবাহন রাখে গ্রামীণ রাস্তার ধারে। আজ সেই রাস্তা বরাবর এক স্কুল ছাত্র স্কুলে যাওয়ার সময় একটি গাড়ির সামনে পড়ে যায় আর এতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই ই-কার্ড অফিসে শাটার নামিয়ে দেয়। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ এমনকি রাস্তা অবরোধ। পরে ওই ই-কার্ড অফিসের ম্যানেজার স্থানীয় গ্রামবাসী ও দাসপুর ৭ এর ১ অঞ্চল প্রধান কে লিখিতভাবে জানান এই রাস্তার উপরে অবৈধভাবে আর যানবাহন রাখবে না । এরপরেই উত্তেজিত জনতা কিছুটা শান্ত হয়