Parliament News: আর মনরেগা নয়, এবার থেকে ‘জিরামজি’! পাশ হয়ে গেল বিল

Dec 19, 2025 | 12:04 PM

তারপর গোটা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিরলা। গতকাল ধ্বনি ভোটে পাশ হয়েছে এই গ্রামীণ রোজগার বিল। পরে সেটি পাঠানো হয় রাজ্যসভায়। সেখানেও পাশ হয়েছে এই বিল। শেষদিনে এভাবে কেন্দ্রের বিল পাশ নিয়ে সরব বিরোধীরা। রাতভর সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

আগেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন যে বিরোধীরা বিক্ষোভ করলেও, বিল পাশ করানো হবেই। বৃহস্পতিবার হল তেমনটাই। বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন বিল বা ‘জিরামজি’ বিল। তারপর গোটা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিরলা। গতকাল ধ্বনি ভোটে পাশ হয়েছে এই গ্রামীণ রোজগার বিল। পরে সেটি পাঠানো হয় রাজ্যসভায়। সেখানেও পাশ হয়েছে এই বিল। শেষদিনে এভাবে কেন্দ্রের বিল পাশ নিয়ে সরব বিরোধীরা। রাতভর সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।