History of Madurai Temple: কখনও ঘুমোয় না সুন্দর এই শহর
এই শহর ঘুমোয় না। তামিলনাড়ুর সুন্দর শহর মাদুরাইয়ের আর এক নাম 'তুঙ্গ নগরম'। তামিল ভাষায় 'তুঙ্গ নগরম' মানে ঘুমহীন নগরী। এই শহরের মীনাক্ষী মন্দির সংলগ্ন বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে ফল, ফুল, শাক সবজি আসে এই বাজারে। ২,৫০০ বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে মাদুরাই।
এই শহর ঘুমোয় না। তামিলনাড়ুর সুন্দর শহর মাদুরাইয়ের আর এক নাম ‘তুঙ্গ নগরম’। তামিল ভাষায় ‘তুঙ্গ নগরম’ মানে ঘুমহীন নগরী। এই শহরের মীনাক্ষী মন্দির সংলগ্ন বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে ফল, ফুল, শাক সবজি আসে এই বাজারে। ২,৫০০ বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে মাদুরাই। মাদুরাই এক সময়ে ছিল পাণ্ড্য রাজাদের শাসনে। চোল বংশের অধীনে যখন পুরো দাক্ষিণাত্য তখনও পাণ্ড্যদের অধীনে ছিল এই শহর। শিক্ষা, রাজনীতি, বাণিজ্যের কেন্দ্র ছিল এই শহর। শহরের প্রাণকেন্দ্রে সুন্দর সুন্দর প্রাচীন মন্দির। মন্দির গুলির গোপুরম গুলি দাক্ষিণাত্যের শিল্প রীতির স্বাক্ষর বহন করে। মীনাক্ষী মন্দিরের গোপুরম এর মধ্যে অতি বিখ্যাত। এই শহরের অনেক নাম। কিংবদন্তি, শিবের জটা নির্গত ‘মধুর স্রোত’ থেকেই মাদুরাই। অপর জনশ্রুতি, ঞ্চভূমের অন্যতম মরুথমের নাম থেকে মাদুরাই। জুই ফুলের শহর বা ‘মল্লিগাই মানগর’ বলে মাদুরাইকে। এছাড়াও কুডাল মানগর ও প্রাচ্যের এথেন্স বলা হয় মাদুরাইকে। স্থানীয়রা মাদুরাইকে বলেন ‘তেন মাদুরাই’। ‘তেন মাদুরাই’ এর অর্থ দক্ষিণের মথুরা।