Maharastra Liquor Shop: ১০টার পর মদ বিক্রি? লাইসেন্স বাতিল

Maharastra Liquor Shop: ১০টার পর মদ বিক্রি? লাইসেন্স বাতিল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 12, 2023 | 5:59 PM

রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে মদের দোকান। নইলে বাতিল হবে লাইসেন্স। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ মিটারের মধ্যে মদিরার দোকান দেওয়া যাবে না। মদের দোকান করা যাবে না মন্দিরের ৫০ মিটারের মধ্যেও। এগুলো মহারাষ্ট্র সরকারের আবগারি দফতরের নিয়ম।

রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে মদের দোকান। নইলে বাতিল হবে লাইসেন্স। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ মিটারের মধ্যে মদিরার দোকান দেওয়া যাবে না। মদের দোকান করা যাবে না মন্দিরের ৫০ মিটারের মধ্যেও। এগুলো মহারাষ্ট্র সরকারের আবগারি দফতরের নিয়ম। অথচ এই নিয়ম মানে না অনেক দোকানই। অভিযোগ- মহারাষ্ট্রের বিভিন্ন বিধানসভা এলাকায় মদের দোকানে বিক্রি হয় অবৈধ মদ। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন কান্দিভালির বিধায়ক অতুল ভাটখালকর। বিধানসভায় তিনি মদ সেবন, সরবরাহ ও বিক্রি মামলার বিষয়ে কথা বলেন। অসাধু ব্যবসায়ীরা আইন না মেনে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ মিটারের মধ্যেই মদের দোকান করেছেন। উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আশ্বাস দেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। উপ মুখ্যমন্ত্রী বলেন বিষ মদের বিক্রি রুখতেও তৎপর আবগারি দফতর। পশ্চিমবঙ্গে এবার থেকে আবগারি হলোগ্রাম দেখে যাচাই করা যাবে মদিরা। ৩০০০ রিটেলারকে টকিং পেন দিচ্ছে রাজ্য আবগারি দফতর।