Malda Ganga Errosion: নৌকা আটকে দিল গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 09, 2023 | 5:35 PM

গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কন্ট্রাক্টটরকে তাড়া করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর চাচন্ড গ্রামে। কন্ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ এবং নৌকা আটকে দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কন্ট্রাক্টটরকে তাড়া করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর চাচন্ড গ্রামে। কন্ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ এবং নৌকা আটকে দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেও তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কন্ট্রাক্টররা।ভাঙন প্রতিরোধের দায়িত্বে থাকা কন্ট্রাক্টর তথা স্থানীয় চাচন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইরা বিবির ছেলে শরীফ শেখ ক্যামেরার সামনে কোনোমতেই মুখ খুলতে রাজি হননি। জানা গিয়েছে, গঙ্গা ভাঙন কবলিত সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে বেশ কিছুদিন ধরেই বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করছে প্রশাসন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৌকাতে করে ৩০০ বস্তা করে বালি আসার কথা থাকলেও মোট ২০০ কিংবা ২৫০ টি বস্তা নিয়ে আসা হচ্ছে। কাজে ব্যাপক দুর্নীতি করছেন কন্টাক্টররা। বৃহস্পতিবার তারই প্রতিবাদে নৌকা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিক্ষোভের খবর পেয়েই পালিয়ে যান কন্ট্রাক্টররা। পালিয়ে যায় নৌকাগুলোও। ঠিকমতো কাজ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে বালির বস্তা কম ফেলার অভিযোগ করলেও ভাঙন প্রতিরোধের দায়িত্বে থাকা কন্ট্রাক্টর তথা স্থানীয় চাচন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইরা বিবির ছেলে শরীফ শেখ ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য করতে চাননি। বরং উপর মহলের বারন রয়েছে বলেই এড়িয়ে যান তিনি।