নরেন্দ্র মোদিকে কোভিড বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব চিত্র

নরেন্দ্র মোদিকে কোভিড বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

sreejayee das |

Mar 08, 2021 | 6:13 PM

রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কেন এই ভাষায় আক্রমণ করলেন?

দক্ষিণবঙ্গে নরেন্দ্র মোদির সভা। উত্তরবঙ্গে পথে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ রবিবারে কলকাতায় ব্রিগেডে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি যখন একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগে বিঁধছেন তখন জলপাইগুড়িতে পাল্টা প্রত্যাঘাত করলেন মুখ্যমন্ত্রীও। কেন গ্যাসের দাম বাড়ছে? কেন বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম, প্রশ্ন মমতার। একই সঙ্গে তাঁর আক্রমণ, নরেন্দ্র মোদি নিজের প্রচারের জন্যই কোভিড ভ্যাকসিনে নিজের ছবি ব্যবাহার করেছেন।