Maya Civilization: আবিষ্কার হল প্রাচীন শহর!
প্রায় ১০০০ বছরের প্রাচীন মায়া শহরটি বিলুপ্ত হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা সেই শহরের খোঁজ পেলেন। পিরামিড আকৃতির অনেক স্থাপত্য আছে এই শহরে। এছাড়াও বিশাল আকৃতির থামও আছে। এই আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
প্রায় ১০০০ বছরের প্রাচীন মায়া শহরটি বিলুপ্ত হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা সেই শহরের খোঁজ পেলেন। পিরামিড আকৃতির অনেক স্থাপত্য আছে এই শহরে। এছাড়াও বিশাল আকৃতির থামও আছে। এই আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রত্নতাত্ত্বিকরা ইউকাতান উপদ্বীপে লেজার দিয়ে ম্যাপিং করেন। সেই সময় তাঁরা দেখতে পান পিরামিড। আবিষ্কার করেন মায়ার ধ্বংসাবশেষ। এই কাজে নেতৃত্ব দেন ডঃ ইভান স্প্রাইস। ওকোমতুন নাম দিয়েছেন তাঁরা। থামের সংখ্যা বেশির জন্য এই নাম দেওয়া হয়েছে। মায়া শহরের মানুষেরা পাথরের থামকে এই নামে জানত। মায়া সভ্যতার সময়সীমা প্রায় ২৫০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ। জানা গিয়েছে, তখন মানুষরা পারদর্শী ছিলেন জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞানে। তাঁরা রবার ও চকোলেট বিষয় জানতেন। দক্ষতা ছিল গণিতেও। এই সভ্যতা বিলুপ্ত হয় নবম শতাব্দীতে।