Mercedes Maybach S600 of S. Jaishankar: দেশের বিদেশমন্ত্রী কোন কোন গাড়িতে চড়েন?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 21, 2023 | 2:30 PM

ভারতের বিদেশমন্ত্রী প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। বিদেশমন্ত্রী এস জয়শংকর খুবই জনপ্রিয়। তিনি যে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন তার নাম Mercedes Maybach S600। এছাড়াও তাঁর অনেক গাড়ি আছে। Mercedes Maybach S600 এই গাড়িটি খুব শক্তিশালীও।

ভারতের বিদেশমন্ত্রী প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। বিদেশমন্ত্রী এস জয়শংকর খুবই জনপ্রিয়। তিনি যে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন তার নাম Mercedes Maybach S600। এছাড়াও তাঁর অনেক গাড়ি আছে। Mercedes Maybach S600 এই গাড়িটি খুব শক্তিশালীও। এই গাড়ির ইঞ্জিন ৬ লিটার টার্বো ভি১২। এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিমি। ৭টি অটোমেটিক গিয়ার আছে এবং টর্ক ৮৩০ এনএম। এই গাড়িতে আছে ক্লাইমেট কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স। ভারতে এই গাড়িটির এক্স-শোরুম দাম প্রায় ২.৬৫ কোটি টাকা।

এই গাড়িটি মার্সিডিজ বন্ধ করেছে। মাহিন্দ্রা স্করপি গাড়িটিও আছে এস জয়শংকরের কাছে। এই গাড়ির টর্ক ৪০০ এনএম এবং ৭ জন বসতে পারবে। এই গাড়িতে রয়েছে ২.2 লিটার ৪ সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। এই গাড়িতে রয়েছে ৬ টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর। স্করপিও গাড়িটি ভারতে এক্স-শোরুম দাম ১৩.০৫ থেকে ২৪.৫২ লাখ টাকা। Maruti Suzuki Ciaz গাড়ির ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার আছে। এই গাড়ির টর্ক ১৩৮ এনএম। Maruti Suzuki Ciaz গাড়িতে অটোমেটিক গিয়ার,রিয়ার পার্কিং সেন্সর,ডুয়াল এয়ারব্যাগ আছে। ভারতে এক্স-শোরুম ১১.১৫ লাখ টাকা থেকে শুরু এই গাড়ির দাম।