FIFA World Cup 2022: বিতর্কের মোড়কে কাতার বিশ্বকাপের ঢাকে কাঠি
ফিফার তদন্তকারীরা যেদিন আসতেন সেদিন শ্রমিকদের অন্য় জায়গায় বা ক্য়াম্পে পাঠিয়ে দেওয়া হত।
কাতারে দীর্ঘদিন ধরেই অভিবাসী কর্মীদের প্রতি দুর্ব্য়বহারের জন্য় সমালোচিত হয়ে আসছেন ফুটবল বিশ্বকাপের আয়োজকরা। মানবাধিকার তদন্তকারীরা জানিয়েছেন, ফিফার তদন্তের আগেই স্টেডিয়াম নির্মাণকারীদের আগে সরিয়ে নেওয়া হয়। ইকুইডেম রিসার্চ এবং কনসাল্টিং-এর রিপোর্টে জানা গিয়েছে, নির্মাণকর্তারা আগেই ফায়ার অ্যাল্য়ার্ম বাজিয়েছিলেন, যাতে ফিফা কর্মকর্তাদের কাছে কর্মীরা অভিযোগ না করতে পারে। কয়েকজন শ্রমিকের মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে। কোভিড-১৯ এর লকডাউনেও জোর করে কাজ করানোর অভিযোগ রয়েছে।
আল বায়াত স্টেডিয়ামে পাথর কাটার বিভাগের এক ভারতীয় কর্মী জানান, তদন্তের দিন তাঁদের অন্য় জায়গায় বা ক্য়াম্পে পাঠিয়ে দেওয়া হত। তাঁদের কথায় ‘তদন্তকারীরা প্রত্য়েক মাসেই আসতেন। তবে আমরা কোনওদিন ফিফার দলের সঙ্গে দেখা করতে পারিনি। তার আগেই আমাদের অন্য় জায়গায় রাখা হত।’
Published on: Nov 18, 2022 08:04 PM