‘নন্দীগ্রামের নতুন দিদি’, বামেদের মীনাক্ষী
সম্মুখ সমরে মমতা বনাম মীনাক্ষী (Minakshi Mukherjee)। তরুণ নেত্রী, ৩৭ বছরের 'নতুন দিদি'-কে নিয়ে কী ভাবছে নন্দীগ্রাম?
তিন দশক আগে যাদবপুর থেকে সিপিআইএম-এর হেভিওয়েট নেতা তথা লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে রাজনীতির মহাকাশে নক্ষত্র হয়ে জ্বলে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর চড়াই উতরাই পেরিয়ে সেই তিনিই এখন বাংলার নির্বাচিত প্রধান। বাংলার মুখ্যমন্ত্রী। এবার আরও এক কঠিন লড়াইয়ের সম্মুখীন মমতা। সম্মুখ সমরে মমতা বনাম মীনাক্ষী (Minakshi Mukherjee)। তরুণ নেত্রী, ৩৭ বছরের ‘নতুন দিদি’-কে নিয়ে কী ভাবছে নন্দীগ্রাম?
[embedyt] https://www.youtube.com/watch?v=WL4NKrSakYg[/embedyt]?