Sushmita Sen: একথা ভোলেননি সুস্মিতা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 01, 2023 | 1:03 PM

১৯৯৪ এ তিনি মিস ইউনিভার্স হন। সুস্মিতার অভিনয় আর রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁর ফিটনেস ও শরীর চর্চা আলোচনায় থাকে। ১৮ বছর বয়স থেকেই লাইম লাইটে বিশ্ব সুন্দরী। অভিনয় জীবনের শুরুতে বেফাঁস মন্তব্য করে ফেলতেন সুস্মিতা।  তাঁর ২১ বছর বয়সে তাঁকে একজন একটি কথা বলেন যা আজও ভোলেননি সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন এই প্রসঙ্গে।

১৯৯৪ এ তিনি মিস ইউনিভার্স হন। সুস্মিতার অভিনয় আর রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁর ফিটনেস ও শরীর চর্চা আলোচনায় থাকে। ১৮ বছর বয়স থেকেই লাইম লাইটে বিশ্ব সুন্দরী। অভিনয় জীবনের শুরুতে বেফাঁস মন্তব্য করে ফেলতেন সুস্মিতা।  তাঁর ২১ বছর বয়সে তাঁকে একজন একটি কথা বলেন যা আজও ভোলেননি সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন এই প্রসঙ্গে।

সেই ব্যক্তির নাম জানাননি তিনি। তিনি সুস্মিতাকে বলেন তোমার দিকে বহু প্রশ্ন আসবে। মানুষ মনে রাখবে সেই প্রশ্নের উত্তরে তুমি কী বলছ সেটাই। তাই উত্তর দেবে ভেবে চিন্তে, ঠাণ্ডা মাথায়। তিনি বলেন কখনওই মেজাজ হারাবে না। প্রশ্নের ইঙ্গিত যাই হোক গুছিয়ে উত্তর দেবে। কেউ প্রশ্ন গুলো মনে রাখে না। উত্তরটাই থেকে যায়। কিছুদিন আগে হৃদরোগ আক্রান্ত হন সুস্মিতা। কামব্যাকও করেন সদর্পে। একের পর এক ওটিটি সিরিজে দর্শকদের মুগ্ধ করছেন সুস্মিতা। তাঁর অভিনীত ‘তালি’ ইতিমধ্যে সাড়া ফেলেছে।