জ্যোতি বসুর ফ্যান, সুভাষদা নেই বলে বৌদির হাত ছাড়ব না: মিঠুন চক্রবর্তী
নিজস্ব চিত্র

জ্যোতি বসুর ফ্যান, সুভাষদা নেই বলে বৌদির হাত ছাড়ব না: মিঠুন চক্রবর্তী

sreejayee das |

Mar 08, 2021 | 1:59 PM

কোথায় প্রচারে যাবেন, কী হবে ‘সবটাই ঠিক করবেন কৈলাসজি, অর্জুনজি-সহ বিজেপি নেতারা।’ ব্যক্তিগত পছন্দে কোথাও প্রচারে যাওয়ার ইচ্ছে নেই তাঁর। দল যা বলবে সেই মতোই এগোবেন তিনি।

‘মৃগয়া’ থেকে ‘ডিস্কো ড্যান্সার’ বঙ্গে সর্বস্তরের মানুষের কাছেই সমান জনপ্রিয় মিঠুন চক্রবর্তী। বঙ্গে বিজেপির ম্যারাথন প্রচারে দেখা যাবে তাঁকে। ব্রিগেডে মহাগুরু যোগ দেখে এমনটা জানিয়েছিলেন বহু পর্যবেক্ষক। মহাগুরুর মুখেও একই কথা। তিনি জানালেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়তে বলেছেন তাঁকে। তবে কোথায় প্রচারে যাবেন, কী হবে ‘সবটাই ঠিক করবেন কৈলাসজি, অর্জুনজি-সহ বিজেপি নেতারা।’ ব্যক্তিগত পছন্দে কোথাও প্রচারে যাওয়ার ইচ্ছে নেই তাঁর। দল যা বলবে সেই মতোই এগোবেন তিনি।