Money Plant: মানি প্ল্যান্ট বাড়িতে রাখার সঠিক দিক
অনেকেই সুখ ও সমৃদ্ধির জন্য বাড়িতে মানি প্ল্যান্ট লাগান। কিন্তু জানেন কি মানি প্ল্যান্ট ঠিকঠাক ভাবে না রাখলে কী হয়? বাস্তুমতে এই গাছের পাতা শুকিয়ে গেলে বা হলুদ হলে তা দুর্ভাগ্য ডেকে আনে। তাই মানি প্ল্যান্টের যত্ন নেওয়া উচিত।
অনেকেই সুখ ও সমৃদ্ধির জন্য বাড়িতে মানি প্ল্যান্ট লাগান। কিন্তু জানেন কি মানি প্ল্যান্ট ঠিকঠাক ভাবে না রাখলে কী হয়? বাস্তুমতে এই গাছের পাতা শুকিয়ে গেলে বা হলুদ হলে তা দুর্ভাগ্য ডেকে আনে। তাই মানি প্ল্যান্টের যত্ন নেওয়া উচিত। পাতা শুকিয়ে গেলে তৎক্ষণাৎ তা কেটে সরিয়ে ফেলা দরকার। শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্য ডেকে আনে। বাস্তুবিদরা বলেন নজর দিতে মানি প্ল্যান্টের পাতা মাটিতে যেন না লাগে। বাড়ির কোন দিকে রাখবেন মানি প্ল্যান্ট? জানেন কী? অনেকে ভাবেন উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানো ভাল। তবে বাস্তুশাস্ত্র বলছে মোটেই তা নয়। উত্তর পূর্ব দিকে খবরদার রাখবেন না এই গাছ। বাড়িতে অর্থ সংকট বাড়বে। দক্ষিণ পূর্ব দিক বা অগ্নি কোনে এই গাছ রাখলে সবচেয়ে ভাল। অর্থাগম ত্বরান্বিত হয় এভাবে মানি প্ল্যান্ট রাখলে। দেবী লক্ষ্মী, গণেশ এবং শুক্রের অবস্থান এই দিকে। তাঁদের আশীর্বাদ বর্ষিত হয় গৃহস্থের ওপরে।