Monitor Lizard: সিলিংয়ের ফাঁকে লুকিয়ে…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2023 | 5:13 PM

Monitor Lizard: জলপাইগুড়ি চার নম্বর ঘুমটি এলাকার একটি বাড়ির রান্না ঘরের সিলিং এ কোনভাবে ঢুকে দিয়েছিলো একটি গোসাপ। সিলিং এর ওপর দিকে টিন থাকায় রোদে প্রচন্ড গরম হয়ে যায়।

সিলিং এর ফাঁকে আটকে অসহ্য গরমে মরতে বসেছিলো একটি গোসাপ।উদ্ধার করে পরিবেশে ফিরিয়ে পরিবেশ কর্মী।

জলপাইগুড়ি চার নম্বর ঘুমটি এলাকার একটি বাড়ির রান্না ঘরের সিলিং এ কোনভাবে ঢুকে দিয়েছিলো একটি গোসাপ। সিলিং এর ওপর দিকে টিন থাকায় রোদে প্রচন্ড গরম হয়ে যায়।

এরপর গরমের চোটে গোসাপটি বের হতে গিয়ে সিলিং এর ফাঁকে আটকে যায়। তীব্র গরমে তার প্রান ওষ্ঠাগত হচ্ছিলো। বেরিয়ে আসার জন্য ছটফট করতে করতে ক্রমশ নেতিয়ে পড়ছিলো গোসাপটি।

অপরদিকে গোসাপের আতঙ্কে রান্নাঘরে কেউ ঢুকছিলো না। ফলে রান্না বন্দ হয়ে গিয়েছিল বাবলু চক্রবর্তীর বাড়িতে। খবর যায় সেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ির দপ্তরে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল ও সম্পাদক অংকুর দাস। এরপর গোসাপটি কে উদ্ধার করেন। তারপর গোসাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন।

গৃহকর্তা বাবলু চক্রবর্তী বলেন সিলিং এর ফাঁকে অনেক্ষন আটকে ছিলো গোসাপটি।আর টিনের চাল প্রচন্ড গরম হয়ে যাওয়ার সাপটি হাসফাস করছিলো। আর একটু হলে মারা যেতো। এই অবস্থায় আমি গ্রীন জলপাইগুড়িকে খবর দিলে তারা এসে গোসাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন গোসাপ টিকে বাঁচাতে পেরে ভালো লাগছে।আরো কিছুক্ষন এভাবে থাকলে মারা যাওয়ার সম্ভাবনা ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছি।