Mukesh Ambani, Reliance Jio: ১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন অম্বানি, বিরাট ধাক্কা খেয়ে ধপাস করে পড়ছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি!

Mar 31, 2025 | 1:19 PM

Mukesh Ambani: বিশ্বের ধনীদের তালিকায় মুকেশ অম্বানির প্রথম ১০-এর বাইরে বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে।

মুকেশ অম্বানি বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর বর্তমানে কোনও ভারতীয় সেই তালিকায় নেই। ফরচুন রিয়েল টাইম বিলিয়নেয়ারের তালিকায় তিনি রয়েছেন ১৭ নম্বরে। বিশ্বের ধনীদের তালিকায় মুকেশ অম্বানির প্রথম ১০-এর বাইরে বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে। এ ছাড়াও ২০২৪ সালের জুলাই মাস থেকে ক্রমশ কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও। আর সেই কারণেও কোটি কোটি টাকা হারিয়েছেন তিনি। তবে, এত কিছুর পরও শুধু ভারত নয়, এশিয়ার ধনী ব্যক্তি হিসাবে রয়ে গিয়েছেন তিনি।