Mutual Fund: মিউচুয়াল ফান্ড বন্ধ হলে কি টাকা জলে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 4:40 PM

লাভের জন্য অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। মিউচুয়াল ফান্ড বন্ধ হলে কী হবে আপনার টাকার? যারা নতুন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন তাঁদের মনে অনেক প্রশ্ন থাকে। যদি আপনার বিনিয়োগ করা সংস্থা বন্ধ হয়ে যায়। তাহলে কি আপনার কষ্টার্জিত টাকা জলে গেল?

লাভের জন্য অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। মিউচুয়াল ফান্ড বন্ধ হলে কী হবে আপনার টাকার? যারা নতুন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন তাঁদের মনে অনেক প্রশ্ন থাকে। যদি আপনার বিনিয়োগ করা সংস্থা বন্ধ হয়ে যায়। তাহলে কি আপনার কষ্টার্জিত টাকা জলে গেল? বিশেষজ্ঞরা বলছেন কোনও সংস্থা হঠাৎ বন্ধও যদি হয়ে যায় তাহলেও কোনও চিন্তা নেই। ফান্ডে লগ্নির সমস্ত তথ্য আপনার মেলে থাকে। সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতেই পারেন। চাইলে বিনিয়োগকৃত রাশি তুলেও নিতে পারেন। সাধারণত কোনও মিউচুয়াল ফান্ডের সঙ্গে মার্জ হয়ে যায় বন্ধ হওয়া মিউচুয়াল ফান্ড। রিলায়েন্স তাদের মিউচুয়াল ফান্ড বিক্রি করে নিপ্পনকে। সংযুক্তিকরণের পর রিলায়েন্স নিপ্পনে এমনই দেখা যায়।