বাংলায় লুটের খেলা হয়েছে, দুর্নীতি প্রসঙ্গে মমতাকে বিঁধলেন মোদি
বাংলার মানুষের ভরসা ভেঙেছেন মমতাদিদি। বাংলাকে অপমান করেছেন। ব্রিগেড সভায় এভাবেই সুর চড়ালেন নরেন্দ্র মোদী।
বাংলার মানুষের ভরসা ভেঙেছেন মমতাদিদি। বাংলাকে অপমান করেছেন। ব্রিগেড সভায় এভাবেই সুর চড়ালেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “বাংলা চায় উন্নতি। বাংলা চায় শান্তি। বাংলা চায় প্রগতিশীলতা। বাংলা চায় সোনার বাংলা। মানুষ আসল পরিবর্তন চায়। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, নতুন করে বাংলায় গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠা করা হবে। শুধু ভোটের সময় নয়। সবসময় বাংলার জন্য থাকব।”
Published on: Mar 07, 2021 08:31 PM