Nargis Fakhri: নগ্ন হতে পারব না
অভিনেত্রী নার্গিস ফাকরিকে ওটিটিতে দেখা যাবে তাটলুবাজ সিরিজে। নার্গিস জানান, তিনি ওটিটিতে বেশি করে কাজ করতে চান। তিনি জানান, ওটিটিতে বেশ কিছু চরিত্র আছে যা বেশ উত্তেজনাপূর্ণ। নার্গিস জানান,তিনি কখনও কোনও চরিত্রের জন্য নগ্ন হবেন না।
অভিনেত্রী নার্গিস ফাকরিকে ওটিটিতে দেখা যাবে তাটলুবাজ সিরিজে। নার্গিস জানান, তিনি ওটিটিতে বেশি করে কাজ করতে চান। তিনি জানান, ওটিটিতে বেশ কিছু চরিত্র আছে যা বেশ উত্তেজনাপূর্ণ। নার্গিস জানান,তিনি কখনও কোনও চরিত্রের জন্য নগ্ন হবেন না। নগ্নতার ব্যাপারে তাঁর কিছু সমস্যা আছে। নার্গিস জানান, প্রয়োজনে তিনি সমকামীর চরিত্রে অভিনয় করতে রাজি আছেন। কারণ এতে তাঁর কোনও সমস্যা নেই। তিনি জানান, যেকোনও চরিত্রে অভিনয় করা তাঁর কাজের মধ্যে পড়ে। নার্গিস জানান, ওটিটিতে একটা সুবিধা আছে। দর্শকের কোনও সিরিজ পছন্দ না হলে,তাঁরা বিকল্প কিছু বেছে নিতে পারেন। নার্গিসকে বেশ কিছু বছর সিনেমায় দেখা যায়নি। নার্গিস জানান, তিনি শুধুমাত্র কিছু চরিত্রের জন্য মানানসই। তাই তিনি শুধু সেই চরিত্রে অভিনয় করেন। নার্গিস ফাকরিকে শেষ ২০২০ সালে ‘তোরবাজ’ সিনেমাতে দেখা যায়।