Kepler Space Telescope: আবিষ্কৃত পৃথিবীর থেকে বড় সাত গ্রহ
মহাবিশ্বের রহস্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে বরাবর। সাতটি গ্রহ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ২,৬০০ এরও বেশি গ্রহ আবিষ্কার করেছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। সৌরজগতের গ্রহগুলির তুলনায় অনেক উজ্জ্বল এই গ্রহমণ্ডল।
মহাবিশ্বের রহস্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে বরাবর। সাতটি গ্রহ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ২,৬০০ এরও বেশি গ্রহ আবিষ্কার করেছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। সৌরজগতের গ্রহগুলির তুলনায় অনেক উজ্জ্বল এই গ্রহমণ্ডল। খুঁজে পাওয়া ৭টি গ্রহই পৃথিবীর থেকে বড় আর নেপচুনের থেকে ছোট।
গ্রহমণ্ডলটির কেন্দ্রে আছে একটি নক্ষত্রও। গ্রহমণ্ডলের নক্ষত্রটি সূর্যের থেকে ১০% বড়। গ্রহমণ্ডলের নক্ষত্রটি সূর্যের থেকে ৫% বেশি উষ্ণ। পৃথিবীর চেয়ে বড় ২টি গ্রহ পাথর দিয়ে তৈরি বলে জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান। গ্রহমণ্ডলের সেই ২টির মধ্যে একটি গ্রহতে থাকতে পারে বায়ুমণ্ডলও। এমনটাই অনুমান করছেন মহাকাশ বিজ্ঞানীরা। বাকি ৫টি গ্রহ পৃথিবীর প্রায় দ্বিগুণ। নাসা বর্তমানে কেপলার স্পেস টেলিস্কোপকে অবসরপ্রাপ্ত ঘোষণা করেছে।