Kolkata Tremor: কেঁপে উঠবে কলকাতা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 1:31 PM

বার বার ভূমিকম্পে কেঁপে উঠছে হিমালয় সংলগ্ন নেপাল। দিল্লি উত্তরপ্রদেশ বিহার কেঁপে উঠছে কম্পনে। হিমালয়ের আশেপাশের অঞ্চল ভূমিকম্প প্রবণ। ভূ বিজ্ঞানীরা বলেন অধিক নগরায়ন যে সব অঞ্চলে সেই অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি। হিমালয়ের পশ্চিমপ্রান্তের কম্পনে দিল্লি শঙ্কিত।

বার বার ভূমিকম্পে কেঁপে উঠছে হিমালয় সংলগ্ন নেপাল। দিল্লি উত্তরপ্রদেশ বিহার কেঁপে উঠছে কম্পনে। হিমালয়ের আশেপাশের অঞ্চল ভূমিকম্প প্রবণ। ভূ বিজ্ঞানীরা বলেন অধিক নগরায়ন যে সব অঞ্চলে সেই অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি। হিমালয়ের পশ্চিমপ্রান্তের কম্পনে দিল্লি শঙ্কিত। কম্পনের মাত্রা পূর্ব দিকে হলে কলকাতাও এসে পড়বে ভূমিকম্প প্রবণ অঞ্চলের তালিকায়। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই বেশি হতে পারে। তবে কি ভূমিকম্পের গ্রাস থেকে ভবিষ্যতে রক্ষা করা যাবে না কলকাতাকেও।

নেপালের ভূমিকম্পের উপকেন্দ্র কলকাতা থেকে ৯৫০ কিমি দূরে মাটির ১০ কিমি গভীরে ছিল। ভূবিজ্ঞানীদের মতে কলকাতার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হলে সমস্যা হতে পারে বেশ কিছু এলাকায়। রাজারহাট, নিউটাউন ও সল্টলেক অঞ্চল জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে। তাই ভূমিকম্পে সমস্যা হতে পারে ওই অঞ্চলে। ভূমিকম্পে সমস্যা হতে পারে বহুতল অধ্যুষিত অঞ্চলে। টেকটোনিক প্লেটের নড়াচড়ায় তবে কি শঙ্কায় কল্লোলিনী? বিজ্ঞানীরা বলছেন আগে থেকে তা বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে হিমালয় সংলগ্ন অঞ্চলে বড়সড় ভূমিকম্প হবে। রিখটার স্কেলে সেসব কম্পনের মাত্রা হবে ৮.৫ বা তারও বেশি।