ক্যালিগ্রাফিতে নেতাজী: গ্র্যাফিক্স ডিজাইনার পল্লবী নন্দন
পল্লবী নন্দন

ক্যালিগ্রাফিতে নেতাজী: গ্র্যাফিক্স ডিজাইনার পল্লবী নন্দন

aryama das |

Jan 25, 2021 | 12:11 PM

পল্লবীর ক্যালিগ্রাফীতে 'ভারত' হয়ে উঠল ২৩-শে জানুয়ারি।

সত্যজিৎ রায়ের জন্মদিনে সত্যজিৎ রায়ের কাজ ভেবে তাঁর ক্যালিগ্রাফি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তিনি গ্র্যাফিক্স ডিজাইনার পল্লবী নন্দন। পরবর্তীতে পল্লবীর আরও বেশ কিছু ক্যালিগ্রাফি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পায়। ক্যালিগ্রাফি আর্টিস্ট হিসেবে পরিচিত হতে থাকেন পল্লবী। আপামর বাঙালির মতোই নেতাজী সুভাষচন্দ্র বসু পল্লবীর অন্যরকম আবেগ।  নেতাজির জন্মদিনে TV9 বাংলার জন্য এক্সক্লুসিভ কাজ করলেন পল্লবী।

পল্লবীর ক্যালিগ্রাফীতে ‘ভারত’ হয়ে উঠল ২৩-শে জানুয়ারি। এছাড়াও নেতাজীকে কেন্দ্র করে আরও কাজ দেখালেন তিনি। নেতাজীর জন্মদিনে সম্পূর্ণ অন্যরাকম এক উপস্থাপনা।

Published on: Jan 25, 2021 12:10 PM