Anubrata Mondal News: ২০০ বিঘা জমিতে ১০০০ কোটির মেডিক্যাল কলেজ, টাকা অনুব্রতর?

Aug 20, 2022 | 4:41 PM

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট বলছেন, কলেজের বেনিয়ম ঘটিত সমস্যায় অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বিষয়টির সমাধানও করিয়েছেন।

শান্তিনিকেতন: গরু পাচার। বালি পাচার। কয়লা পাচার। প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া এবং সরকারি বরাদের জন্য টাকা চেয়ে তোলাবাজি। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে একের পর এক উঠে আসছে বিস্ফোরক সব অভিযোগ। শনিবার আরও এক অভিযোগ সামনে নিয়ে এল TV9 বাংলা। বোলপুরের একমাত্র বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে নাকি বিপুল বিনিয়োগ করেছেন অনুব্রত মণ্ডল। বিরোধীদের অভিযোগ, ২০০ বিঘার উপর তৈরি হওয়া ১০০০ কোটি টাকার এই বেসরকারি প্রতিষ্ঠানে টাকা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। বালি পাচার, কয়লা পাচার, গরু পাচারের কালো টাকার অনেকটাই নাকি এই কলেজ নির্মাণে বিনিয়োগ করেছেন কেষ্ট।

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট TV9 বাংলার প্রশ্নে সরাসরি কোনও উত্তর না দিলেও, পরিষ্কার করে দিয়েছেন, “এই কলেজে অনুব্রতই সব, তাঁর অবদানই সবথেকে বেশি।” মলয়বাবু সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের তরান্বতির জন্য স্বাস্থ্য ভবেনর একাধিক আমলাকে টাকাও দিয়েছেন তিনি। দিতে হয়েছে গাড়িও। বেআইনি কাজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, “কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে।” এমনকি তিনি এমনও বলছেন, কলেজের বেনিয়ম ঘটিত সমস্যায় অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বিষয়টির সমাধানও করিয়েছেন।

এই তথ্যানুসন্ধানের পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এক প্রকার অভিযোগে সিলমোহর বসিয়েই বলেন, ‘অবাঞ্ছিত। এমনটা হওয়ার কথা নয়। হয়ে থাকলে অবশ্যই তদন্ত হবে।’