Saud Shakeel: পাকিস্তানের নয়া সেনসেশন সাউদ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় পাকিস্তান ব্যাটসম্যান সাউদ শাকিল। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। গল টেস্টে একসময়ে বেকায়দায় পড়ে গিয়েছিল বাবর আজমের পাকিস্তান। মাত্র ১০১ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয় পাক ব্যাটিং।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় পাকিস্তান ব্যাটসম্যান সাউদ শাকিল। গল টেস্টে এই কীর্তি গড়েন সাউদ। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। গল টেস্টে একসময়ে বেকায়দায় পড়ে গিয়েছিল বাবর আজমের পাকিস্তান। মাত্র ১০১ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয় পাক ব্যাটিং। ডাবল সেঞ্চুরির পর সাউদের সেলিব্রেশন দেখে অনেকেই বলছেন, এ তো বিরাট কোহলি!। ২৭ বছরে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয়। সাউদের এই দাপুটে ব্যাটিংয়েই লিড নেয় পাকিস্তান। ২০৮ রানে অপরাজিত ছিলেন সাউদ শাকিল। সাউদ ৬টি টেস্টেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই কীর্তি রয়েছে একমাত্র সুনীল গাভাসকারের। প্রথম পাক ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করেন সাউদ শাকিল। ২৩তম পাক ব্যাটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরির কীর্তি তাঁর।