Jio Laptop: সস্তায় ল্যাপটপ আনছে জিও
জিওর নতুন ল্যাপটপ আসছে। ল্যাপটপের নাম জিও বুক। এই ল্যাপটপের ওজন ৯৯০ গ্রাম। আধুনিক সব ল্যাপটপের ফিচার্স থাকবে এই ল্যাপটপে। অক্টাকোর প্রসেসর আছে এই ল্যাপটপে। থাকছে ফোর জি কানেকশন।
জিওর নতুন ল্যাপটপ আসছে। ল্যাপটপের নাম জিও বুক। এই ল্যাপটপের ওজন ৯৯০ গ্রাম। আধুনিক সব ল্যাপটপের ফিচার্স থাকবে এই ল্যাপটপে। অক্টাকোর প্রসেসর আছে এই ল্যাপটপে। থাকছে ফোর জি কানেকশন। হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং, ভিডিয়ো গেম ও মাল্টি টাস্কিং করা যাবে এতে। এই ল্যাপটপের ডিসপ্লে ১১.৬ ইঞ্চির। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 665 আছে এতে। ২জিবির র্যাম। ৩২জিবির স্টোরেজ ১২৮জিবি পর্যন্ত সম্প্রসারিত করা যায়। ২০২২এ এই ল্যাপটপ একবার লঞ্চ হয়। তখন এর দাম রাখা হয় ২০,০০০ টাকা। অপারেটিং সিস্টেম জিও ওএস। ব্যাটারি ৫,০০০ এমএইচ। একবার চার্জ দিলে ৮ ঘণ্টা চলে এই জিও বুক। আছে ব্লুটুথ সংযোগ, ৫.০ এইচডিএমআই পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক।