Omkareshwari Temple: ওমকারেশ্বরে চালু নয়া নিয়ম

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 09, 2023 | 11:09 PM

জ্যোতির্লিঙ্গ মন্দিরে শিবের পুজো করা হবে ২ মাস ধরে। ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে। মধ্যপ্রদেশের ওমকারেশ্বর ও উজ্জয়িনীতে ২টি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে। শ্রাবণ মাসে সুন্দর করে সেজে উঠেছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির।

জ্যোতির্লিঙ্গ মন্দিরে শিবের পুজো করা হবে ২ মাস ধরে। ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে। মধ্যপ্রদেশের ওমকারেশ্বর ও উজ্জয়িনীতে ২টি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে। শ্রাবণ মাসে সুন্দর করে সেজে উঠেছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। প্রাচীন রীতি অনুযায়ী, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মহাযাত্রা হয়। এই সময় শিব পালকি করে ঘোরেন ভক্তদের মাঝে। ১১ সেপ্টেম্বরে অনেক ভক্তের ভিড় হয় এই জ্যোতির্লিঙ্গ মন্দিরে। এবারে প্রায় ১০ লক্ষ ভক্ত আসতে পারে। ভক্তরা যাতে শ্রাবণ মাসে ভাল করে শিবকে দর্শন করতে পারে,তার জন্য কিছু নতুন নিয়ম করা হয়েছে । এই সময়ে কোনও অনলাইন বুকিং করা যাবে না। মন্দিরে ফুল, বেলপাতা দেওয়া যাবে সকাল ৯ টা পর্যন্ত। বাইরের কোনও পুরোহিতদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের পুরোহিতদের মাধ্যমে ভক্তরা পুজো দিতে পারবেন। ওমকারেশ্বরের মন্দিরে আছে একটি পঞ্চমুখী গণেশ এবং পার্বতীর মূর্তি। সেই মন্দিরের কাছেই আছে শঙ্করাচার্যের গুহা। এই গুহাতে আছে আদি শঙ্করাচার্যের মূর্তি।