Bishnupur Tourism: বিষ্ণুপুরে দিতে হবে বিশেষ কর!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 18, 2023 | 10:21 PM

বিষ্ণুপুর ঘুরতে অনেকেই ভিন রাজ্য থেকে বাস ভাড়া করেন। গাড়ির সংখ্যা বাড়ার জন্য সেখানে যানজট বেড়েই চলেছে। যানজট কমানোর জন্য এবার নতুন নির্দেশিকা দিয়েছে বিষ্ণুপুর পুরসভা। কর নেওয়া হবে বহিরাগত যাত্রীবাহী বাস থেকে। আগে পণ্যবাহী গাড়ির থেকে নেওয়া হত কর

অনেকেই বিষ্ণুপুরে ঘুরতে যান। সেখানে বেড়াতে গেলে অনেকেই গণপরিবহণের ওপর নির্ভর করেন। বিষ্ণুপুর ঘুরতে অনেকেই ভিন রাজ্য থেকে বাস ভাড়া করেন। গাড়ির সংখ্যা বাড়ার জন্য সেখানে যানজট বেড়েই চলেছে। যানজট কমানোর জন্য এবার নতুন নির্দেশিকা দিয়েছে বিষ্ণুপুর পুরসভা। কর নেওয়া হবে বহিরাগত যাত্রীবাহী বাস থেকে। আগে পণ্যবাহী গাড়ির থেকে নেওয়া হত কর । এবার কর নেওয়া হবে যাত্রীবাহী গাড়ির থেকে। সূত্রের খবর, বড় ট্রাক এই শহরে প্রবেশের জন্য ১ হাজার টাকা দিতে হবে। ছোট গাড়ির প্রবেশের জন্য ২৫০ টাকা নেওয়া হতে পারে। ৫০ টাকা যাত্রীবাহী বাসের থেকে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নিয়ম শুরু হবে ১ আগস্ট থেকে। শহরে প্রবেশের সময় এই কর নেওয়া হবে।