Night Safari in Jungle: বন্যেরা বনে সুন্দর
বন্যেরা বনে সুন্দর। কিন্তু রাত্রে? ভয়ঙ্কর আদিমতা ঘিরে ধরে জঙ্গলকে। আর সেই আদিম রহস্যময় জঙ্গলের স্বাদ দিতে এবার নাইট সাফারি হয় ভারতের কয়েকটি বনে। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের ৪টি অরণ্য। এই জঙ্গল গুলিতে পর্যটক দের জন্য নাইট সাফারির ব্যবস্থা করেছে বন দফতর।
বন্যেরা বনে সুন্দর। কিন্তু রাত্রে? ভয়ঙ্কর আদিমতা ঘিরে ধরে জঙ্গলকে। আর সেই আদিম রহস্যময় জঙ্গলের স্বাদ দিতে এবার নাইট সাফারি হয় ভারতের কয়েকটি বনে। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের ৪টি অরণ্য। এই জঙ্গল গুলিতে পর্যটক দের জন্য নাইট সাফারির ব্যবস্থা করেছে বন দফতর। কানহা ন্যাশানাল পার্কে নাইট সাফারি সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। কানহার বাফার জোন মুক্কি অঞ্চলে হয় এই নাইট সাফারি। অক্টোবর থেকে জুন পর্যন্ত হবে এই নাইট সাফারি। ৯৪০ বর্গ কিমি অরণ্যে রাতের অন্ধকারে বন্যপ্রাণী দেখা যাবে।
মধ্যপ্রদেশের ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ জাতীয় উদ্যানে নাইট সাফারি হয় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। পেঞ্চের টিকাদি বাফার অঞ্চলে হয় এই নাইট সাফারি। এই বনে বাঘ ছাড়াও বিলুপ্ত প্রায় ব্রাউন উড আউলের বাস। আছে হায়না, বন্য কুকুর, বুনো শুয়োর, শেয়াল। মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে নাইট সাফারি জনপ্রিয়। ৩৭টি স্তন্যপায়ী প্রজাতি, ২৫০টি পাখির প্রজাতি ও ৮০ টি প্রজাতির সরীসৃপের ঠিকানা এই অরণ্য। এপ্রিল ও মে মাসে এখানে নাইট সাফারির সেরা সময়। মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যানে নাইট সাফারি সন্ধ্যে ৭টা থেকে ১০টা অবধি চলে। সেরা সময় এপ্রিল মে। পশুপাখিদের প্রজননের ঋতু এখন। তাই জঙ্গল বন্ধ। অক্টোবর থেকে সব জঙ্গল খুলে যাবে। একই সঙ্গে ডে ও নাইট সাফারি চালু হবে এই ৪ জঙ্গলে।