South Dinajpur Theft: বাড়ি ফাঁকা, ৮ ভরি সোনা হাওয়া!
বৃহস্পতিবার বাড়ির দরজা ভাঙা দেখে প্রতিবেশীদের চুরির বিষয়টি নজরে আসে। এরপরই চুরি বিষয়টি জানাজানি হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুর গার্লস হাইস্কুল চত্বরে। সব মিলিয়ে প্রায় ৮ ভরি সোনার গয়না এবং নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্য আসবাবপত্র চুরি যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুর ফাঁড়ির পুলিশ ও তপন থানার আইসি গৌতম রায়
চিকিৎসার জন্য শ্বশুর বাড়িতে গিয়েছে গোটা পরিবার৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে চম্পট দিল দুষ্কৃতিরা। বৃহস্পতিবার বাড়ির দরজা ভাঙা দেখে প্রতিবেশীদের চুরির বিষয়টি নজরে আসে। এরপরই চুরি বিষয়টি জানাজানি হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুর গার্লস হাইস্কুল চত্বরে। সব মিলিয়ে প্রায় ৮ ভরি সোনার গয়না এবং নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্য আসবাবপত্র চুরি যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুর ফাঁড়ির পুলিশ ও তপন থানার আইসি গৌতম রায়। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা গেছে, রামপুর গার্লস হাইস্কুল পাড়ার বাসিন্দা দেবপ্রসাদ চক্রবর্তী। পেশায় বাসের কনডাক্টর। গত মঙ্গলবার থেকে চিকিৎসার পরিবারের লোকজন গঙ্গারামপুরে শ্বশুর বাড়িতে রয়েছেন। এদিকে রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতিরা। দুটি ঘরের শোকেস, আলমারি ভেঙে প্রায় আট ভরি সোনার গয়না এবং নগদ চল্লিশ হাজার টাকা চুরি যায়। তবে বাড়ির মালিকরা এলে ঠিক কত টাকার চুরি গেছে এবং কি কি চুরি গেছে তা সামনে আসবে। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন