Nusrat Jahan: ‘তুই মুসলিম নাকি?’ ইদে চরম ট্রোল্ড নুসরত

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 22, 2023 | 9:57 PM

ইদে ছবি পোস্ট করেও নিস্তার নেই। সোশ্যাল মিডিয়ায় আবারও কটাক্ষের শিকার নুসরত জাহান। ধর্ম তুলে খোঁচা দিল নেটপাড়া।

কটাক্ষের মুখে নুসরত
ইদে ছবি পোস্ট করেও নিস্তার নেই। সোশ্যাল মিডিয়ায় আবারও কটাক্ষের শিকার নুসরত জাহান। ধর্ম তুলে খোঁচা দিল নেটপাড়া। দুর্গাপুজো করছেন, হিন্দু ধর্ম প্রীতি, আপনার আবার ইদ কি? প্রশ্ন নেটিজ়েনজের একাংশের।

সলমনের বক্স অফিস
সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। তবে ইদের ম্যাজিক এবার আর কাজ করল না। প্রথমদিনই বড় ধাক্কার মুখে ছবি। ভাইজান ঘরে তুললেন মাত্র ১৫.৮১ কোটি টাকা। যদিও ইদের ছুটিতে খানিক আয় বাড়ার সম্ভাবনা দেখছে সিনেপাড়া।

ইদে কী বললেন চঞ্চল চৌধুরী
ইদে ভক্তদের শুভেচ্ছা জানাতে এসে সোশ্যাল মিডিয়ায় চঞ্চল চৌধুরী শেখালেন ভদ্রতার পাঠ। লিখলেন, যে কোনও ব্যাপারে কেউ কোনও প্রশংসা করলে, তাঁকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…..। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। সবাইকে ইদ মুবারক…. আসুন সবাই মানবিক ও ভদ্র হই।

মীরের ইদ পালন
আজ, শনিবার খুশির ইদ। বিশ্বজুড়ে হচ্ছে ইদ পালন। সাধারণ থেকে সেলেব—সবাই মেতেছেন সেলিব্রেশনে। আল্লাহের কাছ থেকে চেয়ে নিচ্ছেন পছন্দের জিনিস। বাদ গেলেন না মীর আফসার আলিও। তিনিও চেয়ে নিলেন এই মুহূর্তে তাঁর সবচেয়ে দরকারি জিনিসটি। তিনি লেখেন, “এবার এই ইদে আল্লাহ সত্যি-সত্যিই মেঘ দে, পানি দে, ছায়া দে। খুব গরম আল্লাহ। রহেম আল্লাহ। ইদ মোবারক।”

সরে দাঁড়ালেন শোলাঙ্কি
‘গাঁটছড়া’ ছাড়ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী। ইদের দিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘জীবনে কিছুই চিরস্থায়ী নয়, একমাত্র পরিবর্তন ছাড়া। এক বছরেরও বেশি সময়ের সফর শেষ হল!’

ইদ পালন পরীমণির
ছেলের সঙ্গে এই প্রথম বার ইদ সেলিব্রেশনে মেতেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। ছেলে রাজ্য কী উপহার পেল? নায়িকার জবাব, “আত্মীয়স্বজনের থেকে প্রচুর উপহার পেয়েছে রাজ্য। আমার প্রথম সন্তান তো। তাই আদরও অনেক বেশি। নিজের হাতে আমি ওর জুতো, জামা কিনেছি।”

ট্রোলের মুখে গৌরী
নদী থেকে সন্তানকে বাঁচাতে উঠে আসছে প্রয়াত স্বামী। শৈল মা ভাসিয়ে দিচ্ছে গৌরীর সন্তানকে—বাংলা ধারাবাহিক ‘গৌরী এলো’র সাম্প্রতিক প্রোমো দেখে হাসি যেন থামতেই চাইছে না নেটিজেনদের। তাঁদের একটাই প্রশ্ন, “এই শতকে দাঁড়িয়েও এই সব গাঁজাখুরি! বলি, হচ্ছেটা কী?”

কপিলের শো নিয়ে বিস্ফোরক রাফতার
ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় কপিল শর্মা। জনপ্রিয় তাঁর শো ‘কমেডি নাইটস উইথ কপিল’। সলমন খান থেকে শাহরুখ খান–বিভিন্ন সময়ে বারংবার ওই শো’য়ে এসেছেন প্রথম সারির অভিনেতারা। এবার ওই শো নিয়েই বিস্ফোরক মন্তব্য র‍্যাপার রাফতারের। একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর মতে, কপিলের ওই শো আদপে শো-অফ ছাড়া আর কিছুই নয়। কপিল যদিও এখনও পর্যন্ত এ নিয়ে পাল্টা উত্তর দেননি।

‘পাবলিসিটি স্টান্ট’ কৃতীর?
বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করে শিরোনামে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সেই একই কাণ্ড ঘটালেন কৃতী শ্যানন। ইকোনমি ক্লাসে ট্র্যাভেল করে নজরে তিনি। সহযাত্রী এক বাচ্চাকে তাঁর আদর করার ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল। যদিও নিন্দুকের কটাক্ষ, “এ সবই আদপে পাবলিসিটি স্টান্ট”।