খেলা খেলা, খেলা হবে, আরে খেলা খেলা, খেলা হবে... স্লোগানে মাতালেন নুসরত
নিজস্ব চিত্র

খেলা খেলা, খেলা হবে, আরে খেলা খেলা, খেলা হবে… স্লোগানে মাতালেন নুসরত

sreejayee das |

Mar 08, 2021 | 5:01 PM

মমতার মঞ্চেই নুসরতের খেলা হবে স্লোগান, মাতল গোটা জনসভা।

উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। পেট্রোল, ডিজেল, গ্যাসের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার জলপাইগুড়িতে মহামিছিল করেছে তৃণমূল। সেই মিছিলের পর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বক্তব্য রাখেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি। বিজেপিকে বিঁধে কী বললেন নুসরত?