IPhone 15 News: এত সস্তা আইফোন 15 প্রো ম্যাক্স!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 12:26 PM

১২ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোন ১৫ । অ্যাপেল এই সিরিজের ৪টি ফোন লঞ্চ করেছে। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই সিরিজের ফোনের দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ভারতে ১,৯৯,৯০০ টাকা। কিন্তু এই ফোনই আপনি পেতে পারেন ১,০৮,৫৮ টাকায়।

১২ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোন ১৫ । অ্যাপেল এই সিরিজের ৪টি ফোন লঞ্চ করেছে। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই সিরিজের ফোনের দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ভারতে ১,৯৯,৯০০ টাকা। কিন্তু এই ফোনই আপনি পেতে পারেন ১,০৮,৫৮ টাকায়।

তবে তার জন্য আপনাকে যেতে হবে হংকং। সেখানে সস্তায় পাবেন আই ফোন ১৫ র সিরিজ। দাম শুরু ৭৬,৭০০ টাকা থেকে। দুবাইয়েও সস্তায় পাবেন আইফোন ১৫। আইফোন ১৫ পাবেন ৭৬,৭০০ টাকায়। আইফোন ১৫ প্লাসের দাম ৮৫,৭০০ টাকা। আইফোন ১৫ প্রো ৯৭,০০০ টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্স ১,১৫,০০০ টাকা। ভারতে দাম আইফোন ১৫ সিরিজের দাম। আইফোন ১৫ প্রো 128GB ১,৩৪,৯০০ টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্স 256GB ১,৪৪,৯০০ টাকা। আইফোন ১৫ প্রো 512GB 1,64,900 টাকা। আইফোন ১৫ প্রো ম্যাক্স 1TB ১,৯৯,৯০০ টাকা। দুবাই বা হংকং এর বিমান ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা। বিমান ভাড়া ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দামের যোগফল মিলিয়েও ওই দুই দেশে সস্তা হবে। আইফোনের গ্লোবাল ওয়ার‍্যান্টি থাকে। সেই ওয়ার‍্যান্টি ভারতেও বহাল থাকবে।