Bangladesh: একটা লাল সুতোর জন্য গোবিন্দকে মেরেই ফেলছিল বাংলাদেশিরা!
Bangladesh: দিপু চন্দ্র দাসের পর এবার আক্রান্ত গোবিন্দ বিশ্বাস। পেশায় তিনি রিক্সাচালক। শনিবার তাঁর হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে-ইসলামির কিছু নেতা-কর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা করা হয় তাঁর। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশে আবারও আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। দিপু চন্দ্র দাসের পর এবার আক্রান্ত গোবিন্দ বিশ্বাস। পেশায় তিনি রিক্সাচালক। শনিবার তাঁর হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে-ইসলামির কিছু নেতা-কর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা করা হয় তাঁর। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিক্সাচালক। চোখে-বুকে গুরুতর আঘাত লেগেছে তাঁর। প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি আর থাকতেই পারবে না সংখ্যালঘুরা? এর আগে দিপু দাসের নৃশংস হত্যালীলা দেখেছে গোটা বিশ্ব। ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে, তারপর গাছে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় দিপু চন্দ্র দাসকে।