Panchayat Election 2023: তৃণমূল ছেড়ে বাম প্রার্থীকে জেতানোর চ্যালেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jul 01, 2023 | 4:03 PM

Panchayat Election 2023: ডোমজুর শলপ গ্রাম পঞ্চায়েত। বিগত ১৬ বছর ধরে এলাকার দাপুটে তৃণমূল নেতা । এলাকায় তাঁর দাপটে পাত্তা পেতো না অন্য পার্টি। কিন্তু পঞ্চায়েত ভোটের ঠিক আগে কী করলেন দেখুন। টিএমসি র পতাকা খুলে সিপিএমের ফ্ল্যাগ লাগাচ্ছেন এখন।

 

ডোমজুর শলপ গ্রাম পঞ্চায়েত। বিগত ১৬ বছর ধরে এলাকার দাপুটে তৃণমূল নেতা । এলাকায় তাঁর দাপটে পাত্তা পেতো না অন্য পার্টি। কিন্তু পঞ্চায়েত ভোটের ঠিক আগে কী করলেন দেখুন। টিএমসি র পতাকা খুলে সিপিএমের ফ্ল্যাগ লাগাচ্ছেন এখন। অভিষেক যেদিন ডোমজুর আসেন সেদিন পার্টি ছেড়েছি, বলেন রাজা যে বিজেপি করতো তাকে তৃণমূল প্রার্থী করেছে। এটা মেনে নিতে পারলাম না। এলাকায় আমার জোরে তৃণমূল সব দেওয়ালে লিখতো। এবার উল্টো।আমার বাড়ি ভাঙতে এসেছিল।সিপিএম কে জেতানোর চ্যালেঞ্জ নিচ্ছেন।অভিষেকের কাছে আবেদন বিহিত করুন।

যে তৃণমূল নেতার দাপটে বামপ্রার্থীরা দেওয়ালে জায়গা পেত না। পাড়ায় বিরোধীদের এককথায় চুপ করিয়ে তৃণমূলকে জেতানোর কাজ সামলেছেন। আর নয়। বিজেপি করা লোককে প্রার্থী করেছে তাঁর দল তৃণমূল। তাই ১৬ বছর পার্টির হয়ে ভোট করিয়ে পঞ্চায়েত ভোটের মুখে হঠাৎ কী কারণে একেবারে বামফ্রন্টকে জেতানোর চ্যালেঞ্জ নিলেন এলাকায় তৃনমূলের ভোটকর্তা রাজা।