Panchayat Election 2023 News: বৌমা কংগ্রেস প্রার্থী, ডোমকলে শ্বশুরের কলা বাগান নষ্ট করল দুষ্কৃতীরা
Panchayat Election 2023 News: বৌমা কংগ্রেস প্রার্থী, তাঁর জেরেই শ্বশুরের কলা বাগানের গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ ডোমকলে। ভোটের আগে এই ঘটনায় সরগরম ডোমকলের মোহনপুর এলাকা। জানা গিয়েছে মোহনপুর এলাকার বাসিন্দা আত্তাব মণ্ডলের দেড় বিঘা কলা বাগান ছিল মোহনপুর মাঠের মধ্যে বিলের মাঠে।
বৌমা কংগ্রেস প্রার্থী, তাঁর জেরেই শ্বশুরের কলা বাগানের গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ ডোমকলে। ভোটের আগে এই ঘটনায় সরগরম ডোমকলের মোহনপুর এলাকা। জানা গিয়েছে মোহনপুর এলাকার বাসিন্দা আত্তাব মণ্ডলের দেড় বিঘা কলা বাগান ছিল মোহনপুর মাঠের মধ্যে বিলের মাঠে। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁর বাগানের ১০ কাঠা কলা গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত আত্তাব মণ্ডল।
জানা গিয়েছে আত্তাব মণ্ডলের বৌমা ডোমকলের পঞ্চায়েত সমিতির কংগ্রেসের প্রার্থী হয়েছেন। বৌমা কংগ্রেস প্রার্থী হওয়াতেই কী এমন ঘটনা নাকি এর পিছনে অন্য কারন রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পঞ্চায়েত ভোটের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।