Panchayat Polls: বঞ্চিত চাকুরী প্রার্থী হিসেবে ধর্না মঞ্চে সামিল, এবার পঞ্চায়েত নির্বাচনের ময়দানে!
Panchayat Polls: জিসান আহমেদ। ২০১৭ সালে টেট কোয়ালিফায়েড। বঞ্চিত চাকুরী প্রার্থী হিসেবে ধর্না মঞ্চে সামিল হয়েছেন। নিয়মিত বিক্ষোভ আন্দোলন করে এসেছেন। এবার পঞ্চায়েত নির্বাচনের ময়দানে।
জিসান আহমেদ। ২০১৭ সালে টেট কোয়ালিফায়েড। বঞ্চিত চাকুরী প্রার্থী হিসেবে ধর্না মঞ্চে সামিল হয়েছেন। নিয়মিত বিক্ষোভ আন্দোলন করে এসেছেন। এবার পঞ্চায়েত নির্বাচনের ময়দানে। লড়াই সেই শাসক দল তথা তৃণমূলের বিরুদ্ধে। মালদার গাজোল ব্লকের বৈরগাছি ১ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রার্থী জিসান আহমেদ। এতদিনতো অরাজনৈতিক মঞ্চে থেকে লড়েছেন। এবার কেন রাজনৈতিক মঞ্চ? তাঁর বক্তব্য, বঞ্চিত চাকরি প্রার্থীরা। শিক্ষিত যুবক যুবতীরা রোজগারহীন। অন্যদিকে লাগাম ছাড়া দূর্নীতি সব ক্ষেত্রেই। সেই কারণেই শিক্ষিতদেরই এগিয়ে এসে রাজনৈতিক লড়াই চালাতে হব্ব। আর সেক্ষেত্রে বামেরাই সঠিক দিশা দ্যাখাতে পারে বলেই তাঁর কথা। তবে রাজনৈতিক লড়াই চালালেও চাকুরী প্রার্থী হিসেবে আন্দোলন তিনি চালিয়েই যাবেন। একসাথে দুটো লড়াই।