Jaynagar: নির্বাচনে চলেছিল তান্ডব, এখন…
Panchayat Election 2023: স্কুলটিতে রয়ে গিয়েছে শনিবারের সেই নির্বাচনকে কেন্দ্র করে তান্ডবের সেই ভয়াবহ স্মৃতি। যা ভাঙা চোরা অবস্থায় রয়েছে।
পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিলো স্কুল চত্বর।যে আতঙ্কের প্রভাব এখনো রয়ে গিয়েছে এলাকাবাসী থেকে অভিভাবক এমনকি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের মনের মধ্যে।পঞ্চায়েত নির্বাচনের দিন জয়নগর দুই নম্বর ব্লকের অধীন ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতীদের দল তাণ্ডবলীলা চালায়।ভেঙে দেওয়া হয় স্কুলের আসবাব পত্র থেকে ও জানালা। অশান্তির কারণে পুনরায় অন্য দিনে নির্বাচন করাতে হয় ওই স্কুলের ভোট কেন্দ্রে।
স্কুলের আসবাবপত্র ও জানালা ভাঙচুরকে কেন্দ্র করে এলাকায় দারুন আতঙ্ক ছড়ায়। যে এখনো আতঙ্ক এখনো রয়েছে অভিভাবক থেকে শিক্ষকদের সবার। তার মধ্যেই আজ সোমবার থেকে ওই স্কুলে পঠন পাঠন শুরু হলেও ছাত্র-ছাত্রীর হাজিরার সংখ্যা ছিলো অনেক কম।স্কুলটিতে রয়ে গিয়েছে শনিবারের সেই নির্বাচনকে কেন্দ্র করে তান্ডবের সেই ভয়াবহ স্মৃতি। যা ভাঙা চোরা অবস্থায় রয়েছে।