Panchayat Elections 2023: উত্তেজনা বালুরঘাটে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 21, 2023 | 6:14 PM

বালুরঘাট বিডিও অফিস ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তেজনা বালুরঘাট বিডিও অফিস চত্বরে। বিজেপি কর্মীর সমর্থকরা যাতে কোনভাবেই বিডিও অফিসে যেতে না পারে তার জন্য বিডিও অফিসের আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে। সেই ব্যারিকেড ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করে বিজেপি নেতৃত্বরা।

বালুরঘাট বিডিও অফিস ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তেজনা বালুরঘাট বিডিও অফিস চত্বরে। বিজেপি কর্মীর সমর্থকরা যাতে কোনভাবেই বিডিও অফিসে যেতে না পারে তার জন্য বিডিও অফিসের আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে। সেই ব্যারিকেড ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করে বিজেপি নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য রঞ্জন মন্ডল, বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত, মহিলা মোর্চার জেলা নেত্রী পূর্ণিমা মহন্ত সহ অন্যান্য বিজেপি সদস্যরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এমনকি বালুরঘাট বিডিও অফিস চত্বরে মোতায়ন করা হয় কেন্দ্রীয় বাহিনীকে। এদিন বালুরঘাট স্টেডিয়াম চত্বর থেকে মিছিল করে বিডিও অফিস চত্বরে আসে বিজেপি। বিজেপির অভিযোগ, সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক কারচুপি হয়েছে। গণনা কেন্দ্র থেকে সিসিটিভি চুরি গেছে। সব ক্ষেত্রেই এই বালুরঘাটের বিডিও-র বিরুদ্ধেই অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি। যদিও বিডিও অফিসে ছিলেন না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুজ শিকদার। পুলিশের তরফ থেকে জয়েন্ট বিডিও-র সঙ্গে দেখা করতে বলা হলো বিজেপি নেতৃত্বরা তা প্রত্যাখ্যান করেন। নিজের দোষ বুঝতে পেরে অফিস থেকে পালিয়েছেন বিডিও, দাবি বিজেপির।