Panchayat Election 2023: গ্রামে ভোটে শহরে প্রচার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 06, 2023 | 3:42 PM

পঞ্চায়েত নির্বাচন। প্রচার করা হল পুরসভা এলাকায়। দুর্গাপুর সিটি সেন্টারে বাসস্ট্যান্ডে প্রচার চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

শেষ লগ্নের পঞ্চায়েত নির্বাচনের প্রচার। সেই প্রচারে আলাদা মাত্রা আনতে অভিনব উদ্যোগ তৃণমূলের। অভিনব ভাবে চালানো হল প্রচার। পঞ্চায়েত নির্বাচন। প্রচার করা হল পুরসভা এলাকায়। দুর্গাপুর সিটি সেন্টারে বাসস্ট্যান্ডে প্রচার চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দুর্গাপুর শহরের তৃণমূল নেতাদের দাবি বিভিন্ন কারণে পঞ্চায়েত এলাকাগুলি থেকে বহু মানুষ শহরে আসেন। কেউ আসেন কর্মসংস্থানের জন্য। কেউ বিভিন্ন প্রয়োজনে। যাদের যাতায়াতের অন্যতম মাধ্যম বাস। সেই সমস্ত মানুষগুলির কাছে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বার্তা পৌঁছে দিতে, বেছে নেওয়া হয়েছে দুর্গাপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ড। পাশাপাশি সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে পঞ্চায়েত নির্বাচনের উপলক্ষে প্রচার চালানো হচ্ছে। সেখানে মাইকের সাহায্যে মানুষের উদ্দেশ্যে শোনানো হচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে, তৃণমূলের পক্ষ থেকে বাসস্ট্যান্ডে চলতি মানুষজনের কাছে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাসে উঠে যাত্রীদের কাছে প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।