Paschim Medinipur News: হিংসার শিকার একাদশ শ্রেণীর ছাত্র!
মামা বিজেপি করে তাই স্কুল ছাত্র ভাগ্নেকে ব্যাপক পরিমাণে মারধর, প্রতিবাদ করায় টিউশনের শিক্ষকদেরও হুমকি। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে তৃণমূল বিজেপি হাতাহাতিতে জড়িয়ে পড়ে, খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাঁকা এলাকায়।
শাসক দলের হিংসার শিকার একাদশ শ্রেণির ছাত্র, শাসক দলের নেতার মারে গুরুতর আহত ছাত্র। মামা বিজেপি করে তাই স্কুল ছাত্র ভাগ্নেকে ব্যাপক পরিমাণে মারধর, প্রতিবাদ করায় টিউশনের শিক্ষকদেরও হুমকি। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে তৃণমূল বিজেপি হাতাহাতিতে জড়িয়ে পড়ে, খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাঁকা এলাকায়।বাঁকা এলাকার বাসিন্দা শিবনাথ ঘোষ একজন বিজেপির কর্মী, শিবনাথ এর অভিযোগ তার ভাগ্নে বিপ্লব খাঁড়া বুধবার সকালে বাঁকা এলাকায় টিউশনি পড়তে যায়, টিউশনির সামনে, তার ভাগনা কে অনুপ পাল ও তোতন কারক, ব্যাপক পরিমাণে মারধর করে বলে অভিযোগ। শুধু অভিযোগকারী বিজেপি নেতাই নয়, ছাত্রদের মারধরের ঘটনায় সরব হয়েছে টিউশনি শিক্ষক ও ছাত্রের সহপাঠিরা। ঘটনার কথা ক্যামেরার সামনে স্বীকার করেছেন সকলেই। অভিযোগকারী বিজেপি নেতার অভিযোগ, এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করতে গেলে, পুলিশ অভিযোগ নিলেও রাজনৈতিক বিষয়টি এড়িয়ে গেছেন। যদি অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ছাত্রকে মারধরের ঘটনায় বুধবার রাতে বিজেপি ও তৃণমূল কর্মীরা, দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও একজন ছাত্রকে এইভাবে মারধরের ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল।