Peculiar Restaurant: অদ্ভুত এসব রেস্তোরাঁয় কী হয় জানলে চমকাবেন!
Peculiar Restaurant: খাবার নিয়ে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করেন। তেমনি আবার রেস্টুরেন্ট নিয়েও অনেকে বিস্তর এক্সপেরিমেন্ট করেন। তবে এই দুনিয়ায় আছে বেশ কিছু অদ্ভুত থিমের রেস্তোরাঁ। যে গুলির কথা জানলে চমকে বা আঁতকে উঠবেন।
খাবার নিয়ে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করেন। তেমনি আবার রেস্টুরেন্ট নিয়েও অনেকে বিস্তর এক্সপেরিমেন্ট করেন। তবে এই দুনিয়ায় আছে বেশ কিছু অদ্ভুত থিমের রেস্তোরাঁ। যে গুলির কথা জানলে চমকে বা আঁতকে উঠবেন। ভাববেন এমনও হয়! টয়লেট রেস্তোরাঁ তাইওয়ান। এখানে বসার চেয়ার থেকে খাবার পরিবেশনের প্লেট বা পাত্র সব কিছুতেই টয়লেটের থিম। খাবারের মেন্যুও বিষ্ঠার ডিজাইনে। কারা যান এমন রেস্তোরাঁয়! কি গা গুলিয়ে উঠছে তো। কিন্তু বেশ জনপ্রিয় এই রেস্তোরাঁ। নগ্ন রেস্তোরাঁ -বান্যাদি, লন্ডন। এই রেস্তোরাঁয় খেতে গেলে সম্পূর্ণ নগ্ন হয়ে যেতে হবে। আগে থেকে বুকিং করতে হয় টেবল। নগ্নতাই এখানকার থিম। খাবারেও তার আভাস। জেল রেস্তোরাঁ চিন। বন্দিদের জীবন যাপন আর বন্দিদশার কিছুটা আভাস পেতে চান? চিনের এই রেস্তোরাঁয় আসুন তাহলে। এখানে টেবল কৃত্রিম জেলখানার অন্দরে। গ্রাহকদের পরতে হয় কয়েদীর পোশাক। ওয়েটার ও সেফ থাকেন জেলার আর ওয়ার্ডেনের পোশাকে। দুবাইয়ের বরফ রেস্তোরাঁ। এখানে বরফের চেয়ার টেবল। খাবার পরিবেশন করা হয় যেন তুষার সাম্রাজ্যে। রেস্তোরাঁর নাম ‘চিল আউট’। বরফ আর কাচের অন্দর সজ্জা।