Hair Care: চুলের জান ফেরান গরমে
চুলের জেল্লা বাড়াতে টক দইয়ের জুড়ি মেলা ভার। চুল নরম থাকে দই এর গুণে। মাথার খুশকি দূর হয়। ২ চামচ টকদই, ২ টো ডিম ভাল করে মিশিয়ে মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিন । এতেই চুল নরম হবে। গরমে অতিরিক্ত চুলও ঝরে। চুল ঝরার হাত থেকে বাঁচতে নিয়মিত ভাবে লাগান দইয়ের প্যাক। টকদই, মধু, ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪৫ মিনি
গরমকালে নজর না দিলেই চুল রুক্ষ্ম-শুষ্ক হয়ে যায়। গরম আবহাওয়ায় শরীর শুষ্ক হয়েই থাকে, এর দোসর দূষণ। দূষণ যেভাবে বাড়ছে তাতে ত্বক থেকে চুল সবেতেই সমস্যা বাড়ছে। চুলে যতই শ্যাম্পু করুন বা স্কার্ফ ঢাকুন না কেন চুল রুক্ষ্ম হয়েই যায়। তাই চুলের জন্য বিশেষ পুষ্টি প্রয়োজন। গরমে রোজ চুলে দই লাগালে চুল ভাল থাকে। টকদই দিয়ে প্যাক বানিয়ে কিংবা সরাসরি চুলে লাগিয়ে নিন। চুলের জেল্লা বাড়াতে টক দইয়ের জুড়ি মেলা ভার। চুল নরম থাকে দই এর গুণে। মাথার খুশকি দূর হয়। ২ চামচ টকদই, ২ টো ডিম ভাল করে মিশিয়ে মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিন । এতেই চুল নরম হবে। গরমে অতিরিক্ত চুলও ঝরে। চুল ঝরার হাত থেকে বাঁচতে নিয়মিত ভাবে লাগান দইয়ের প্যাক। টকদই, মধু, ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। ভাল করে শ্যাম্পু করে নিন । সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক লাগালেই কাজ হবে। চুল কন্ডিশনিং করতে টকদইয়ের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল মধু আর ডিমের হলুদ অংশ । খুব ভাল করে মিশিয়ে মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল যেমন নরম হবে তেমনই শাইনিং একটা এফেক্টও থাকবে ।