কথা বলা বাঁশি নিয়ে ব্রিগেড মাতাচ্ছে বিজেপি সমর্থকরা
মোদীর ব্রিগেড-নিজস্ব চিত্র

‘কথা বলা’ বাঁশি নিয়ে ব্রিগেড মাতাচ্ছে বিজেপি সমর্থকরা

sreejayee das |

Mar 07, 2021 | 10:19 AM

একুশের বঙ্গযুদ্ধে কলকাতায় নরেন্দ্র মোদী (Narendra Modi)। মেগা সানডে-তে মেগা শো। সকাল থেকেই ব্রিগেডমুখী বাংলা।

আজ বিজেপির ব্রিগেড জনসভা। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিধানসভা ভোটের আগে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। রবিবার সকাল থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ১২ লক্ষ্য জমায়েতের চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। সকাল থেকেই শিয়ালদহ, হাওড়া স্টেশনে উপচে পড়ছে মানুষের ভিড়।

 

রবিবারের ব্রিগেড সমাবেশকে বিধানসভা ভোটের আগে দিশা ঠিক করে দেওয়ার ব্রিগেড বলে দাবি করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই ব্রিগেডেই পরিবর্তনের ডাক দিচ্ছেন এই ‘বাঁশিওয়ালা’।