PM Modi Mission Mode Recruitment: দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরির ঘোষণা নরেন্দ্র মোদীর

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jun 14, 2022 | 3:31 PM

প্রতিটি মন্ত্রকেই কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর কাজের প্রয়োজন অনুযায়ী নিয়োগ হবে এবং দায়িত্বও বণ্টন করে দেওয়া হবে। সরকারি এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মিশন মোড'।


দিল্লি: করোনা পরবর্তী সময়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশের অর্থনীতি। অন্যদিকে চলছে ২০২৪ লোকসভা নির্বাচনের তোড়জোড়। তার মধ্যেই বিজেপি সরকারের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে বড় ঘোষণা করল প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিন সকালে আগামী দেড় বছরের মধ্যে সমস্ত সরকারি দফতর ও মন্ত্রকে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করল পিএমও।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে টুইটে বলা হয়, “আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হবে”। সমস্ত সরকারি দফতর ও মন্ত্রকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হলেও সিংহভাগ ক্ষেত্রে কর্মসংস্থান হবে মানব সম্পদ দফতরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কেন্দ্রীয় সরকারের সব দফতর এবং মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখবেন। এই সমীক্ষার পরেই আগামী দেড় বছরের মধ্যে যত দ্রুত সম্ভব ১০ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর কাজের প্রয়োজন অনুযায়ী নিয়োগ হবে এবং দায়িত্বও বণ্টন করে দেওয়া হবে। সরকারি এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন মোড’।

 


প্রধানমন্ত্রীর এই আচমকা ঘোষণায় স্বাভাবিকভাবে গোটা দেশে একটি জোরালো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশবাসীকে মোদির এই চাকরির আশ্বাস লোকসভা ভোটের আগে নতুন চমক হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর এই ঘোষণার সমালোচনা করেছে। তাদের বক্তব্য, ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় সরকারের তরফে ভুরি ভুরি চাকরির আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। এখন আবার লোকসভা ভোটের আগে ১০ লক্ষ চাকরির আশ্বাস দিয়ে ‘ভোট কিনতে চাইছেন মোদি’।

প্রধানমন্ত্রীর দফতরের এই ঘোষণার পরই কটাক্ষ ধেয়ে এসেছে কংগ্রেসের তরফে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট, “ক্ষমতায় আসার আগে প্রতি বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যার অর্থ ৮ বছরে ১৬ কোটি চাকরি। কবে হবে সেই চাকরি? এখন আবার তাঁরা বলছেন, দেড় বছরের মধ্যে মাত্র ১০ লক্ষ চাকরি দেওয়া হবে। সরকারের ৬০ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। আর কতদিন চলবে এরকম?” তৃণমূল সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া, “এসব প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করবে না। ২০২৪ সালেই এর উত্তর পাবেন প্রধানমন্ত্রী।”

Published on: Jun 14, 2022 03:31 PM