Ghatal ICDS Center News: ত্রিপলের তলায় শিশুদের রান্না!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 29, 2023 | 3:07 PM

বর্ষার মাঝে ত্রিপলের নিচে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে আইসিডিএস এর রান্না,নেই পড়াশোনার জন্য কোন স্থায়ী শ্রেণী কক্ষ। অভিযোগ প্রশাসনিক দপ্তরে বারে বারে জানিও কোন সুরাহা মিলেনি। গাঁঠের পয়সা খরচ করে চালা টাঙিয়ে ত্রিপল ঢেকে চলে রান্নার কাজ জানাচ্ছেন আইসিডিএস এর কর্মীরা।

বর্ষার মাঝে ত্রিপলের নিচে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে আইসিডিএস এর রান্না,নেই পড়াশোনার জন্য কোন স্থায়ী শ্রেণী কক্ষ। অভিযোগ প্রশাসনিক দপ্তরে বারে বারে জানিও কোন সুরাহা মিলেনি। গাঁঠের পয়সা খরচ করে চালা টাঙিয়ে ত্রিপল ঢেকে চলে রান্নার কাজ জানাচ্ছেন আইসিডিএস এর কর্মীরা। এলাকাবাসীর দাবি ও স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্না হচ্ছে খাবার পড়াশোনার জন্য কোন স্থায়ী গৃহ নেই তাই শিশুদের পাঠাতেও ভয় লাগে। ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তিওরপাড়া সিংহপুর ১৬০ নম্বর আইসিডিএস সেন্টার।জানা যায় বামফ্রন্টের সময় থেকেই এই আইসিডিএস সেন্টারের নেই কোন বিল্ডিং কখনো খোলা আকাশের নিচে কখনো তিওরপাড়া সিংহপুর প্রাথমিক স্কুলের একটি রুমে খুদে পড়ুয়াদের নিয়ে চলে পঠন পাঠন। ঝুমি নদীর পাড়ে চালা টাঙিয়ে ট্রিপলের নিচে চলে খুদে পড়ুয়া সহ গর্ভবতী মহিলাদের রান্না।ফাঁকা জায়গায় রান্না করতেও ভয় পান আইসিডিএস কর্মীরা কারণ যেকোনো সময় পোকামাকড় পড়ে খাবারে ঘটতে পারে বিষক্রিয়া। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা অবশ্য পুরো বিষয়টি সিডিপিও দপ্তরের গাফিলতি বলে দাবি তুলেছেন। চেয়ারম্যানের দাবী বারবার সিডিপিও দপ্তরে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি তিনি আরো জানান ঘাটাল পৌর এলাকায় মোট ৪০ টি আইসিডিএস সেন্টার আছে যার মধ্যে ২৮ টি আইসিডিএস সেন্টার বেহাল।
এখন দেখার বেহাল সেন্টারগুলির হাল ফেরাতে কি উদ্যোগ নেয় প্রশাসন।