Road Problem News: কিসের প্রতিবাদে কাকতাড়ুয়া?
রোজ কাজে যেতে ও কাজ থেকে বাড়ি ফিরতে কালঘাম ছুটে যায়। বারবার বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। ভ্রূক্ষেপ করেনি প্রশাসন। রাস্তা খারাপ হয়েছে। আরও খারাপ হয়েছে। দিনদিন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে রাস্তাগুলো।
রোজ কাজে যেতে ও কাজ থেকে বাড়ি ফিরতে কালঘাম ছুটে যায়। এমন রাস্তা যেখানে গাড়ি কবে শেষবার মসৃণভাবে গিয়েছে, কেউ মনে করতে পারছে না। বারবার বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। ভ্রূক্ষেপ করেনি প্রশাসন। রাস্তা খারাপ হয়েছে। আরও খারাপ হয়েছে। দিনদিন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে রাস্তাগুলো।
এবার প্রতিবাদ গ্রামবাসীর। অভিনব প্রতিবাদ। রাস্তার ধারে দাঁড়িয়ে এক কাকতাডু়য়া। তার বুকে পিঠে পোস্টার। তাতে লেখা স্ব ইচ্ছায় দান করুন, রাস্তা সারানোর জন্য।
একসময় গর্তে পড়ে একের পর দুর্ঘটনা ঘটত রোজ। গর্তে যানবাহন পড়লে হত বিকট আওয়াজ। এই কাকতাড়ুয়া এখন রক্ষাকবচ। সতর্ক হয়ে যাচ্ছেন সওয়ারিরা। অন্যদিকে স্থানীয় প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রাস্তার আসল চেহারাটা। যাতে একটু হুঁশ নড়ে। মানুষ তো পারেনি, একটা কাকতাড়ুয়া কী পারবে স্থানীয় নেতাদের ঘুম ভাঙাতে?
Latest Videos