10 Stars Hotel: বিশ্বের একমাত্র ১০ তারা হোটেল, কোথায় জানেন?

10 Stars Hotel: বিশ্বের একমাত্র ১০ তারা হোটেল, কোথায় জানেন?

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 9:08 PM

একমাত্র ১০ তারা হোটেল রয়েছে দুবাইতে। নাম বুর্জ আল-আরব হোটেল। ৩২১ মিটার উঁচু বুর্জ আল-আরব। ভাড়া প্রায় ১.৬৬ লক্ষ টাকা থেকে শুরু।

থ্রি স্টার, ফোর স্টার, ফাইভ স্টার এমনকি সেভে স্টার হোটেল দেখেছেন বা শুনেছেন। এই ভারতেই রয়েছে এমন তারকাখচিত হোটেল। কিন্তু টেন স্টার হোটেল দেখেছেন কখনও? না ভারতে এমন হোটেল নেই। গোটা বিশ্বে একমাত্র ১টিই হোটেল রয়েছে যা টেন স্টার বা ১০ তারা হোটেল। আবাসিকদের জন্য হোটেলের সুবিধার মানের ওপর নির্ভর করে হোটেলের স্টার। সেই অনুযায়ী ঠিক হয় তার দাম! ভারতে তো দূর অস্ত, আমেরিকাতেও নেই ১০ তারা হোটেল। তাহলে বিশ্বের একমাত্র ১০ তারা হোটেল কোথায়?

একমাত্র ১০ তারা হোটেল রয়েছে দুবাইতে। নাম বুর্জ আল-আরব হোটেল। দুবাই বললেই আপনার চোখে ভাসে বুর্জ খালিফা। যেই বুর্জ খালিফার ঢঙে শ্রীভূমিতে হয়েছিল দুর্গাপুজোর মন্ডপ। সেই বুর্জ খালিফার ভেতরেই রয়েছে একটা গোটা হোটেল। বিশ্বর একমাত্র ১০ তারা হোটেল। এই হোটেলটি কেমন?

৩২১ মিটার উঁচু বুর্জ আল-আরব। ভাড়া প্রায় ১.৬৬ লক্ষ টাকা থেকে শুরু। হোটেলটি মানুষের তৈরি দ্বীপে নির্মিত। ১৯৯৯ সালে তৈরি এই হোটেল। হোটেল তৈরিতে আনুমানিক খরচ ভারতীয় মুদ্রায় ৮৩৩০ কোটি টাকা।

Published on: Dec 17, 2023 04:27 PM