Price Rise Of Essential Commodities: পয়লা জুন থেকে দাম বাড়ছে, কী হবে পকেটের?
ফেম টু ভর্তুকি কমবে প্রায় ১০,০০০ টাকার। ১৫,০০০ থেকে ৩০,০০০ পর্যন্ত দাম বাড়তে পারে বৈদ্যুতিক দুচাকার। প্রতি মাসের শুরুতে সাধারণত গার্হস্থ্য ও বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম বাড়ে। ২০২৩ এর মার্চে ডোমেস্টিক সিলিন্ডারের দাম বাড়ে ৫০ টাকা। জুনের ১ তারিখেও কী বাড়বে এলপিজির দাম ?
পয়লা জুন থেকে দাম বেড়ে যাচ্ছে বেশ কিছু জিনিসের। এর সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে। পয়লা জুন থেকে ফেম টু সাবসিডি উঠে যাচ্ছে ইলেক্ট্রনিক যানবাহনে। এর ফলে আরও দামি হবে দু চাকার ই-গাড়ি। তাই জ্বালানির সাশ্রয় করতে যারা ইলেক্ট্রনিক স্কুটি কেনার কথা ভাবছিলেন। তাঁদের পকেটে বাড়তি খরচের বোঝা এবার । ফেম টু ভর্তুকি কমবে প্রায় ১০,০০০ টাকার। ১৫,০০০ থেকে ৩০,০০০ পর্যন্ত দাম বাড়তে পারে বৈদ্যুতিক দুচাকার। প্রতি মাসের শুরুতে সাধারণত গার্হস্থ্য ও বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম বাড়ে। ২০২৩ এর মার্চে ডোমেস্টিক সিলিন্ডারের দাম বাড়ে ৫০ টাকা। জুনের ১ তারিখেও কী বাড়বে এলপিজির দাম ? দাম কি বাড়বে জ্বালানি তেলের? একই সঙ্গে পিএনজি-সিএনজির দাম ও থাকবে নজরে। মাসের ১ তারিখে কমপ্রেসড ন্যাচার্যাল গ্যাসের দাম বাড়ে কমে। তাই এই দিনে ওই গ্যাসের দাম বাড়য়ে কিনা সেদিকেও থাকবে নজর।