Priyanka Chopra: এবার প্রথম করওয়া চৌথ করবেন না প্রিয়াঙ্কা চোপড়া

Priyanka Chopra: এবার প্রথম করওয়া চৌথ করবেন না প্রিয়াঙ্কা চোপড়া

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 30, 2023 | 8:07 PM

Priyanka Chopra in Karwa Chauth: পাঁচ বছর হয়েছে বিয়ে করেছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ গায়েক নিক জোনাসের। কিন্তু কোনওবারই করওয়া চৌথ পালন থেকে বিরতি নেননি প্রিয়াঙ্কা। এবারই প্রথম এমনটা হবে। মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় একটি ছবিও করবেন তিনি। তাই মার্কিন মুলুকে কবে ফিরবেন, ঠিক নেই।

কেমন আছেন অগ্নিদেব?
সোমবারই শহরের এক বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হওয়ার কথা ছিল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। সম্পর্কে যিনি আবার সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। TV বাংলাকে সুদীপা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে পরিচালকের। ভাল আছেন তিনি। কেটেছে দুশ্চিন্তার কালো মেঘ।

ভ্যাকেশন মুডে নীল-তৃণা
পুজোর আমেজ কাটতে না-কাটতেই এবার ভ্যাকেশন-ট্রিপে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিমানবন্দর থেকে একগুচ্ছ ছবি করলেন শেয়ার। ডেস্টিনেশন গোয়া। দুর্গাপুজোর কার্নিভ্যালে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। সেই ইভেন্ট শেষেই শহর ছাড়লেন জুটি। এবার খানিকটা সময় একান্তে কাটানোর পালা।

২০ বছর কমল বয়স
অনিল কাপুর বলেই সম্ভব। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। ২টি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত অনিল কাপুর। রণবীর কাপুরের ছবি ‘অ্যানিম্যাল’-এ তাঁকে দেখা যাবে ৬৫ বছর বয়সীর রোলে। আর হৃত্বিক রোশনের ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে ৪৫-এর জওয়ান লুকে। শরীরের এই ট্রান্সফর্মেশনের ছবি আপলোড করে অভিনেতা জানালেন, এই কঠিন চ্যালেঞ্জটা তিনি নিয়েছিলেন। এবার দেখার পালা দর্শকদের কেমন লাগে।

‘সম্মান নিয়ে কী হবে?’
অভিনেত্রী শেফালি শাহ বর্তমানে বেশ চর্চিত নাম। তবে শুরু থেকে সম্মান-কদর থাকলেও, সে ভাবে তাঁর চাহিদা ছিল না বলিউডে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”সম্মান-কদর নিয়ে আমি কী করব, আমার প্রয়োজন ছিল কাজ। একটা সময় আমি অপেক্ষায় থেকেছি, ডাক পাইনি। কিন্তু এখন সময় পাল্টেছে। ওটিটি আসার পর কাজের সুযোগ অনেক বেড়েছে।”

বিকিনিতে নন্দিনী
মধ্যবয়সে পৌঁছেছেন, ধারাবাহিকে তাঁকে দেখা যায় শাশুড়ির চরিত্রে। তাতে কী? নন্দিনী চট্টোপাধ্যায় চিরকালই ছকভাঙা। তাঁর বোল্ড নাচ আগেই দেখেছে নেটিজ়েনদের একাংশ। এবার বিকিনিতে ছবি শেয়ার অভিনেত্রীর। হয়েছে বিস্তর সমালোচনা। তাতে অবশ্য ‘ডোন্ট কেয়ার’ তাঁর। বয়সকে ফ্যাশনের মাঝে ব্যারিকেড হতে দিতে নারাজ তিনি।

অভিনেত্রীর মৃত্যু
অভিনেতা ম্যাথু পেরির আচমকা মৃত্যুর খবরে দিশেহারা গোটা বিশ্ব। এরই মধ্যে বিনোদন দুনিয়ার আরও এক খারাপ খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হল অভিনেত্রী রেঞ্জুশা মেননের। মালয়ালাম টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ ছিলেন এই অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি।

করওয়া চৌথ করবেন না প্রিয়াঙ্কা
পাঁচ বছর হয়েছে বিয়ে করেছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ গায়েক নিক জোনাসের। কিন্তু কোনওবারই করওয়া চৌথ পালন থেকে বিরতি নেননি প্রিয়াঙ্কা। এবারই প্রথম এমনটা হবে। মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় একটি ছবিও করবেন তিনি। তাই মার্কিন মুলুকে কবে ফিরবেন, ঠিক নেই।

গর্জে উঠলেন কঙ্গনা
বক্স অফিসে ‘তেজস’ ভাল ফল করতে পারেনি। তাই দর্শককে ছবি দেখার জন্য অনুরোধ করেছেন কঙ্গনা রানাওয়াত। তাতে অনেকে তাঁকে নিন্দা করেছেন এবং বলেছেন, কঙ্গনা ভাল ছবি তৈরি করতে পারেন না। এতে গর্জে উঠে অভিনেত্রী বলেছেন, “যাঁরা আমার নিন্দা করছেন, তাঁরা শুধুই হতাশাগ্রস্ত।”

রেল স্টেশনে রাত কাটত অনুপমের
ফেলে আসা দিনগুলোয় ফিরে গেলে তা অতিবাস্তব মনে হয় অভিনেতা অনুপম খেরের। দরিদ্র কাশ্মীরি পণ্ডিত পরিবারের ছেলে অনুপম অনেক স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলেন। কিন্তু পকেটে রেস্ত না থাকায় রাত কাটাতেন রেল স্টেশনে। হতাশ হয়ে ফিরে যেতে চেয়েছিলেন বাড়ি। কিন্তু ঠাকুরদার কথায় মত পাল্টে অভিনেতা হওয়ার লড়াইয়ে উঠেপড়ে লেগেছিলেন।