Drug Trafficking On Barackpore: খোদ শহরতলিতে নিষিদ্ধ মাদক!
বরানগর অনন্যা মোড়ে নিষিদ্ধ মাদক সহ ২ জন অসমীয়াকে গ্ৰেপ্তার করল STF ও বারাকপুর গোয়েন্দা দপ্তর। মাদক পাচারে নতুন যোগ ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাথে আসামের। চিন্তার ভাজ গোয়েন্দাদের কপালে।
বরানগর অনন্যা মোড়ে নিষিদ্ধ মাদক সহ ২ জন অসমীয়াকে গ্ৰেপ্তার করল STF ও বারাকপুর গোয়েন্দা দপ্তর, মাদক পাচারে নতুন যোগ ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাথে আসামের,চিন্তার ভাজ গোয়েন্দাদের কপালে। আসাম থেকে আনোয়ার হোসেন ও গোপা দত্ত নামে দুজন ব্যক্তি প্রথমে শিয়ালদহ স্টেশন তারপর সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে বরানগর অনন্যা মোড়ের কাছে আসে। সেই সময় কলকাতার এস টি এফ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে বরানগর অনন্যা মোড়ে অভিযান চালায়। গোপনে অভিযান চালিয়ে সেই ট্যাক্সিকে ধরে ফেলে।তারপর ট্যাক্সিতে থাকা আনোয়ার হোসেন ও গোপা দত্তকে জিজ্ঞাসাবাদ করাতে ট্যাক্সির পেছনে রাখা ৫টি প্যাকেট উদ্ধার করে এস টি এফ এর আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে ৩০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। এস টি এফ ও গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে আনোয়ার হোসেন ও গোপা দত্ত এই দুইজন আসাম থেকে নিষিদ্ধ মাদক নিয়ে আসে প্রথমে শিয়ালদা স্টেশনে, তারপরে সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে বরানগর অনন্যা মোড়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। আর সেই সময়ই গোপন অভিযানে হাতেনাতে ধরা পড়ে যায় এই দুজন অসমীয়া ব্যক্তি। অভিযুক্তদের এস টি এফ গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের হাতে তুলে দিয়েছে। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন ও গোপা দত্ত কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এর সাথে আর কোন কোন চক্র জড়িত রয়েছে তার তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। কিভাবে কোন পথে আসাম থেকে মাদক ঢুকছে এই শিল্পাঞ্চলে এবং মুল পান্ডা কারা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা।