FIFA World Cup 2022: গাফিয়া টুপির মতো বিশ্বকাপের স্টেডিয়াম

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 13, 2022 | 2:54 PM

স্টেডিয়ামে আছে ফুটবলারদের লকার রুম সংলগ্ন একটি ছোট্ট প্র্যাকটিস রুম। সেই ঘরের মেঝে পলি টার্ফের, রয়েছে একটি গোল পোস্টও।

দোহার কেন্দ্রস্থল থেকে ১২ কিলোমিটার দক্ষিণে আল থুমামা স্টেডিয়াম। স্টেডিয়ামের বহির্ভাগ দেখতে গাফিয়া টুপির মতো। সাধারণত কাতারের বালক ও যুবকরা এই ধরনের গাফিয়া টুপি মাথায় পরে। তাই আয়োজক দেশ কাতার বলছে এই স্টেডিয়াম তারুণ্যের জয়গানের প্রতীক। ২১ নভেম্বর সেনেগাল আর নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপে আত্মপ্রকাশ করছে আল থুমামা। এবারের বিশ্বকাপ বিডের সময়ে এই স্টেডিয়ামের ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করে ফিফাকে দেখায় কাতার ফুটবল ফেডারেশন।

স্টেডিয়ামে আছে ফুটবলারদের লকার রুম সংলগ্ন একটি ছোট্ট প্র্যাকটিস রুম। সেই ঘরের মেঝে পলি টার্ফের, রয়েছে একটি গোল পোস্টও। সেই ঘরে ম্যাচে নামার আগে কিংবা প্রথমার্ধের বিরতিতে দলের কোচ খেলোয়াড়দের দিতে পারবেন গোপন পরামর্শ। লোকচক্ষুর আড়ালে বন্ধ ঘরেই দেখিয়ে দিতে পারবেন প্রতিপক্ষকে ঘায়েল করার গোপন রণনীতি। আন্তর্জাতিক বিমান দোহায় অবতরণের সময়ে এই স্টেডিয়াম বিমান থেকেই দেখা যায়। কাতার বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে আল থুমামা স্টেডিয়ামে।